ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

শীঘ্রই মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ইউক্রেন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ৩০ মে ২০২২ | আপডেট: ২২:২১, ৩০ মে ২০২২

যুক্তরাষ্ট্র সরকার শীঘ্রই ইউক্রেনে একটি দূরপাল্লার মাল্টিপল-রকেট সিস্টেম (এমএলআরএস) ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। তবে রাশিয়া এই ধরনের ভারী অস্ত্র সরবরাহকে চরম উস্কানিমূলক এবং যুদ্ধের আঁচ বৃদ্ধি হিসাবেই দেখছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য ইউক্রেনীয় কর্মকর্তারা পূর্ব ডনবাস অঞ্চলে রাশিয়ার ভারী বোমা হামলা মোকাবেলা করতেই এই এমএলআরএস সরবরাহের আহ্বান জানিয়েছেন।

যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে "রাশিয়ায় আঘাত হানতে পারে" এমন রকেট সিস্টেম পাঠাবে না।

তবে উদ্বেগের বিষয় হচ্ছে, এই ধরনের পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্রদেরকে মস্কোর সঙ্গে সরাসরি সংঘর্ষে টেনে আনতে পারে।

সম্প্রতি রাশিয়া সেভেরোদোনেটস্ক এবং ডনবাসের অন্যান্য অংশে রকেট, ট্যাংক এবং বিমান হামলা চালিয়েছে।

জবাবে ইউক্রেন বাহিনী ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের পাঠানো এম-৭৭৭ হাউইৎজার (এক ধরনের ক্ষুদ্র কামান) ব্যবহার করছে। যার পরিসর প্রায় ২৫ কিলোমিটার (১৬ মাইল)। কিন্তু এমএলআরএস ইউক্রেনকে এর চেয়ে অনেক দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষমতা এনে দেবে।

একটি এম২৭০ এমএলআরএস ব্যাটারি সবচেয়ে আধুনিকসহ বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র নিক্ষেপ করতে পারে, যা ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকি, এটি প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) পরিসীমাসহ স্বল্প-পাল্লার রকেটও ছুড়তে পারে।

ধারনা করা হচ্ছে, ইউক্রেনকে স্বল্প পাল্লার ক্ষেপনাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ রাখাটা চলমান সংঘাতের বৃদ্ধি এড়াতে যুক্তরাষ্ট্রের একটি কৌশল হতে পারে। যদিও ইউক্রেনের অস্ত্রাগার এখন উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হচ্ছে।

ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে একজন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, হোয়াইট হাউস ইউক্রেনকে এমএলআরএস দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে।

তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমাদের অভিযুক্ত করে বলেছেন যে, "ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের অস্ত্র দিয়ে যুদ্ধে চরম উস্কানি দেয়া হচ্ছে"।

তিনি বলেন, পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে "একটি প্রক্সি যুদ্ধ চালাচ্ছে" যার অর্থ হবে "চরম ক্ষতি"। সূত্র- বিবিসি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি