ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাশিয়ায় হামলার মতো রকেট ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ৩১ মে ২০২২

রাশিয়ায় পৌঁছাতে পারে এমন রকেট ব্যবস্থা ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র। সোমবার এ কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের পক্ষ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বানের মধ্যে বাইডেন এ কথা জানালেন। 

ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের কাছে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমএলআরএসসহ দূরপাল্লার অস্ত্র ব্যবস্থা চেয়েছেন। যা দিয়ে শতাধিক মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে ইউক্রেনীয় সেনাবাহিনী।

তবে এর প্রেক্ষিতে হোয়াইট হাউজে বাইডেন বলেন, রাশিয়াতে আক্রমণ করা যাবে এমন রকেট ব্যবস্থা আমরা ইউক্রেনে পাঠাচ্ছি না।

বাইডেন কোনও নির্দিষ্ট অস্ত্র ব্যবস্থা পাঠানোর বিষয়টি খারিজ করে দেননি। তিনি বলছেন কীভাবে ব্যবহার করা হবে সেটির ভিত্তিতে অস্ত্র পাঠানো হবে।

বাইডেন ও তার টিম ইউক্রেনে নতুন সামরিক প্যাকেজ পাঠানোর বিষয়ে কাজ করছেন। আসন্ন দিনগুলোতে এই বিষয়ে ঘোষণা প্রত্যাশা করা হচ্ছে।

এক সিনিয়র মার্কিন কর্মকর্তা জানান, এমএলআরএস বিবেচনাধীন রয়েছে। কিন্তু রণক্ষেত্রের বাইরে আঘাত করতে সক্ষম এমন দূরপাল্লার কোনও অস্ত্র তালিকায় নেই।

চতুর্থ মাসে গড়ানো যুদ্ধের গতি বদলে দিতে পশ্চিমাদের কাছে দূরপাল্লার অস্ত্র বারবার চাইছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষায় সহযোগিতা করতে চান বাইডেন। কিন্তু এমন কোনও অস্ত্র সরবরাহের বিরোধী তিনি, যা দিয়ে রাশিয়ায় আক্রমণ চালাতে পারে ইউক্রেন।

২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসনে কয়েক হাজার ইউক্রেনীয় নিহত ও লাখো মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। মস্কো এই আগ্রাসনকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে দাবি করছে।

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি