ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে সাত জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৩১ মে ২০২২

ভারতের উত্তরপ্রদেশের বেরেলি জেলায় অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) ভোর রাতে দিল্লি-লখনউ জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে উত্তরপ্রদেশের পিলভীর একটি পরিবারের ছয় সদস্য রয়েছেন। যারা স্বাস্থ্য পরিক্ষার পরে অ্যাম্বুলেন্সে করে দিল্লি থেকে ফিরছিলেন বলে জানিয়েছে সেই রাজ্যের পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সঙ্গে ধাক্কা খায় এবং পরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। যাতে চালক এবং গাড়িতে থাকা আরও ছয়জন নিহত হন।

নিহতদের সবাইকে শনাক্ত করা গিয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের দুর্ঘটনা সম্পর্কে অবগত করা হয়েছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং জেলা আধিকারিকদের আহতদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কার্যলয়।
সূত্র: এনডিটিভি
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি