ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চাদে স্বর্ণ খনির শ্রমিকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ৩১ মে ২০২২

Ekushey Television Ltd.

চাদের উত্তরাঞ্চলে স্বর্ণ খনি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন।

চাদের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়ায়া ব্রাহিম সোমবার বলেছেন, ২৩ মে লিবিয়ার সীমান্তের কাছে কৌরি বৌগিদিতে ‘দুজনের মধ্যকার সাধারণ বিরোধের কারণে’ সহিংসতা শুরু হয় পরে যেটার অবনতি ঘটে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এ সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

চাদের রাজধানী এন’জামেনা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মেইল) দূরে মধ্য সাহারার দুর্গম তিবেস্তি পার্বত্য এলাকায় সংঘর্ষগুলো হয়।

স্বর্ণ আবিষ্কারের ফলে ওই এলাকায় চাদ ও প্রতিবেশী দেশগুলো থেকে খনি শ্রমিকদের ভীড়ের শুরু এবং প্রায়শই সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। মন্ত্রী বলেন, মৌরিতানিয়া ও লিবিয়ার মানুষদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

তিনি জানান, এই অঞ্চলে সোনার খনির শ্রমিকদের মধ্যে সহিংসতার ঘটনা এই প্রথম নয়, এবং আমরা পরের নির্দেশ না দেয়া পর্যন্ত কৌরিতে সমস্ত সোনার খনির কাজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, এলাকার খনিগুলো অধিকাংশই অবৈধ।

সূত্র : ভয়েস অফ আমেরিকা


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি