ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিভিয়ারোদোনেতস্কের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে, স্বীকার করল ইউক্রেন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ১ জুন ২০২২

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সিভিয়ারোদোনেতস্কের অর্ধেক বা তারও বেশির নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। শহরের মেয়র এবং ইউক্রেনের আঞ্চলিক গভর্নর মঙ্গলবার একথা স্বীকার করেছেন।

লুহানস্কের আঞ্চলিক গভর্নর সের্হি গাইদাই বলেছেন, রুশ এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর, মস্কোর বাহিনী শহরটির বেশিরভাগ নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তবে শহরটিকে তারা ঘিরে ফেলেনি।

তিনি একটি অনলাইন পোস্টে বলেন, রাশিয়ার তীব্র গোলাবর্ষণের কারণে সেখানে মানবিক সরবরাহ পৌঁছে দেয়া, বা বিধ্বস্ত শহরটিতে এখনও আশ্রয় নেওয়া ১৩,০০০ লোককে নিরাপদে সরিয়ে নেয়া অসম্ভব করে তুলেছে। এই শহরটিতে একসময় ১ লাখের মতো লোক বাস করত।

শহরের মেয়র অলেক্সান্ডার স্ট্রাইউক বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, রাশিয়ার বাহিনী "উন্মত্ত ধাক্কায়" প্রায় অর্ধেক শহর দখল করে ফেলেছে।

"শহরটির প্রতিটি ব্লক নির্মমভাবে ধ্বংস করা হচ্ছে," স্ট্রাইউক বলেন, সেখানে কামানের বোমাবর্ষণের পাশাপাশি রাস্তায় রাস্তায় ব্যাপক লড়াই চলছে।

ইউক্রেনের নেতারা দীর্ঘদিন ধরে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আসছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ’এর আগে সোমবার ইইউর সাথে কথা বলার সময় আবারও সেই আবেদনের পুনরাবৃত্তি করেছেন।

এদিকে ইইউ নেতারা ইউক্রেনকে দেশটির অর্থনীতি ও পুনর্গঠন প্রচেষ্টার জন্য ৯৭০ কোটি ডলার সহায়তা দিতে সম্মত হয়েছেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি