ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

রাশিয়া থেকে তেল কেনা কঠিন: পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ১ জুন ২০২২

রাশিয়া থেকে তেল কেনা এখন খুবই কঠিন, তবে যদি তারা সস্তায় তেল দিতে চায় এবং এই তেল কেনার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে না হয়, তাহলে রাশিয়া থেকে তেল কেনার বিষয় বিবেচনা করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী। সিএনএন এ দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। 

সিএনএনের অ্যাঙ্কার বেকি অ্যান্ডারসনের প্রশ্ন ছিল, ভারত যদি রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে পারে, তাহলে পাকিস্তান কেন পারবে না? তখন মন্ত্রী জানিয়েছেন, তিনি অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন।

একইসঙ্গে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, তার মনে হয় না, পাকিস্তানের ব্যাংকের পক্ষে রাশিয়ার থেকে তেল কেনার ব্যবস্থা করা সম্ভব।

তিনি জানিয়েছেন, মস্কো এরকম কোনো প্রস্তাব পাকিস্তানকে দেয়নি। আগের সরকার রাশিয়া থেকে তেল কেনার জন্য চিঠি লিখেছিল। কিন্তু রাশিয়া তার কোনো জবাব দেয়নি।

পাকিস্তান অর্থমন্ত্রীর মতে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তাদের কাছ থেকে তেল কেনা খুবই  কঠিন বলে তিনি মনে করেন।

ইমরান খানের দলের নেতা শিরিন মাজারি বলেছেন, "অর্থমন্ত্রী প্রকৃত অবস্থার কথা জানেন না। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। মন্ত্রী ভারতকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আসলে অ্যামেরিকার ভয়ে তিনি তেল কিনছেন না।"

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি