ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইউক্রেনে দূরপাল্লার রকেট পাঠাবে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ১ জুন ২০২২ | আপডেট: ১২:৫১, ১ জুন ২০২২

রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনকে আরও উন্নত রকেট সিস্টেম পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, এই দফার অস্ত্রগুলোর মধ্যে মাঝারি পাল্লার উচ্চ গতিসম্পন্ন রকেটও থাকতে পারে।

কয়েক দফা ইউক্রেনের দাবির পর শেষ পর্যন্ত দূরপাল্লার রকেট পাঠানোর এই সিদ্ধান্ত দিল যুক্তরাষ্ট্র, যা শত্রুপক্ষকে দূর থেকে প্রতিহত করতে ইউক্রেন বাহিনীকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।  

এর আগে রাশিয়াকে লক্ষ্য করে অস্ত্রের ব্যবহার হতে পারে এই আশঙ্কায় ইউক্রেনের অনুরোধ প্রত্যাখ্যান করে আসছিল যুক্তরাষ্ট্র। 

কিন্তু বুধবার বাইডেন বলেছেন, এই অস্ত্র সহায়তা রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের অবস্থানকে শক্ত করবে, যা একটি কূটনৈতিক সমাধানের পথ দেখাতে পারে। 

বাইডেনের ভাষ্য, “তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইউক্রেনীয়দের আরও উন্নত রকেট সিস্টেম এবং যুদ্ধাস্ত্র সরবরাহ করব।“ 

নতুন অস্ত্রে মধ্যে উচ্চগতির আর্টিলারি রকেট সিস্টেম এম১৪২ থাকবে । তবে কতগুলো এমন অস্ত্র পাঠানো হবে তা জানা যায়নি। 

এই রকেট সিস্টেম ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। যা ইউক্রেনের বর্তমান অস্ত্রের চেয়ে অনেক বেশি গতির। 

সূত্র: বিবিসি

এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি