ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২ জুন ২০২২

Ekushey Television Ltd.

নেদারল্যান্ডসের পর এবার ডেনমার্কেও গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া। রাশিয়ার দাবি অনুযায়ী রুবলে মূল্য পরিশোধ না করায় সরবরাহ বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। 

গতকাল বুধবার ডেনমার্কের বৃহত্তম জ্বালানি কোম্পানি এই তথ্য নিশ্চিত করেছে। কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়ার দাবি অনুযায়ী মূল্য পরিশোধে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ফিনল্যান্ড, পোল্যান্ড, বুলগেরিয়ায় ও  নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করেছিল দেশটি। সর্বশেষ বন্ধ করা হল ডেনমার্কে। 

এমতাবস্থায় ডেনিশ এনার্জি কোম্পানি ওর্স্টেড বলেছে, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিলেও এখনো তারা গ্রাহকদের পরিষেবা দিতে সক্ষম হবেন।

কোম্পানিটির সিইও বলেছেন, "আমরা রুবলে অর্থ পরিশোধের ব্যাপারে রাশিয়ার দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা এই পরিস্থিতির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। আগামীতে রাশিয়ার গ্যাস নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

এদিকে, ইউক্রেনে বিশেষ সেনা অভিযান পরিচালনার দায়ে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশি ক্রেতাদের জন্য গত এপ্রিল থেকে রুবলে অর্থ প্রদান করার নির্দেশ দেন। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই নির্দেশ মানতে রাজি না হওয়ায় একের পর এক ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। এতে বেশ বিপাকে পড়েছে দেশগুলো। তারা এই পরিস্থিতি কাটিয়ে ওঠতে চেষ্টা করে যাচ্ছে। 

অন্যদিকে, গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘটনাকে ব্ল্যাকমেইলিং বলে জানিয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

তিনি বলেন, তার দেশের বিরুদ্ধে নেওয়া মস্কোর সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি