ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

বিচারিক মৃত্যুদণ্ড কার্যকরের পথে মিয়ানমারের সামরিক জান্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ৪ জুন ২০২২

বিচারিক মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। যা দীর্ঘ ৩১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো। দেশটির ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি’র দলের সাবেক সদস্য ফিও জেয়া থাওসহ চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানা যায়।

শুক্রবার (৩ জুন) তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন।

গণমাধ্যমে জাও মিন তুন বলেছেন, “সাবেক এমপি ফিও জেয়া থাও এবং গণতন্ত্র কর্মী কো জিমিসহ চারজনের ‘মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কারাগারের পদ্ধতি অনুসারে তাদের ফাঁসি দেওয়া হবে।”

গত বছর ক্ষমতা দখলের পর ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়নের অংশ হিসেবে সামরিক জান্তা কয়েক ডজন অভ্যুত্থানবিরোধী কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে। কিন্তু মিয়ানমার কয়েক দশক ধরে কোন মৃত্যুদণ্ড কার্যকর করেনি।

অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্য ফিও জেয়া থাও গত নভেম্বরে গ্রেফতার হয়েছিলেন। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জানুয়ারিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিশিষ্ট গণতন্ত্র কর্মী কিয়াও মিন ইউ, যিনি জিমি নামে বেশি পরিচিত, তাকেও মৃত্যুদণ্ড দিয়েছে সামরিক ট্রাইব্যুনাল।

এ বিষয়ে মুখপাত্র জাও মিন তুন আরও বলেছেন, “তারা আপিল ও সাজা কমানোর জন্য আইনি প্রক্রিয়া অব্যাহত রেখেছিল। কিন্তু আদালত তাদের আপিল ও অনুরোধ খারিজ করে দিয়েছে। এরপর আর কোনও পদক্ষেপ নেই।”

তবে কবে জান্তাবিরোধী ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তা স্পষ্ট করে জানাননি জাও মিন।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি