ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অস্ত্র-বারুদসহ ইউক্রেনের সামরিক বিমান ভূপাতিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ৪ জুন ২০২২

রাশিয়া দাবি করে বলেছে যে, তাদের বাহিনী ওডেসার কৃষ্ণ সাগর বন্দরের কাছে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক সর্বশেষ তথ্যে জানিয়েছে, বিমানটি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছিল।

তারা আরও বলেছে, একই অঞ্চলে অবস্থিত "বিদেশী ভাড়াটেদের" একটি চৌকিতে তাদের একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ওডেসা এলাকায় একটি কৃষি প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের সুমি অঞ্চলে একটি আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত করেছে। যেখানে বিদেশী প্রশিক্ষকরা ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছিল।

তবে, এসব হামলার ঘটনায় বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরেনি তারা।

এদিকে, পূর্ব লুহানস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, রাশিয়ান বাহিনী ইউক্রেনের শক্তি বৃদ্ধিকরণে মিত্র দেশগুলোকে যুদ্ধে যোগদান থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ কৌশলগত শহর সেভেরোদোনেটস্কের কাছের সেতুগুলো উড়িয়ে দিচ্ছে।

শনিবার এক টেলিগ্রাম বার্তায় সেরহি হাইদাই একইসঙ্গে দাবি করেন যে, রাশিয়ান বাহিনী সেভেরোদোনেটস্কে "বিশাল ক্ষতির" সম্মুখীন হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী তাদের প্রতিহত করছে। 

পূর্ব লুহানস্ক অঞ্চলের গভর্নর অবশ্য এর আগে বলেছিলেন যে, তারা শহরটির ৭০ ভাগ নিয়ন্ত্রণ নিয়েছে।

সেভেরোদোনেটস্ক এবং এর প্রতিবেশী লিসিচানস্ক শহর দুটি মূলত সিভারস্কি দোনেটস নদীর উভয় পাশে অবস্থিত।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি