ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাইডেনের বাড়ির আকাশসীমায় অজ্ঞাত বিমান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোথ সৈকতে অবস্থিত জো বাইডেনের অবকাশকালীন বাড়ির আকাশসীমায় একটি ছোট ব্যক্তিগত বিমান ভুলভাবে ঢুকে গেছে বলে জানা গেছে। এসময় দ্রুত প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে ওই বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

শনিবার (৪ জুন) এ ঘটনা ঘটে। পরে হোয়াইট হাউজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও বলা হচ্ছে এটি ‘হামলা’ নয়।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস একটি বিবৃতিতে বলেছে যে, প্লেনটি ভুলবশত নিরাপত্তাবেষ্টনীর মধ্যে প্রবেশ করেছিল এবং এটিকে দ্রুত বের করা হয়।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, প্লেনটির পাইলট ঠিকমত যোগাযোগ করতে পারছিলেন না এবং প্লেন চালানোর নীতিও অনুসরণ করেননি। তবে ওই পাইলটের নাম পরিচয় এখনো জানা যায়নি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে তারা।

সূত্রঃ সিএনবিসি নিউজ
আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি