ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ৬ জুন ২০২২

এম২৭০ মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম লঞ্চার

এম২৭০ মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম লঞ্চার

যুক্তরাজ্য তাদের প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে একটি মাঝারি পাল্লার রকেট সিস্টেম সরবরাহ করার ঘোষণা দেয়ার সপ্তাহ খানেক পরই এই ঘোষণা দিল গ্রেট ব্রিটেন।

সোমবার যুক্তরাজ্য সরকার বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনীকে আগামী সপ্তাহগুলোতে এম২৭০ মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম লঞ্চারগুলো কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে।

দেশটির প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস বলেন, যুক্তরাজ্য ইউক্রেনের সৈন্যদের "অত্যাবশ্যকীয় অস্ত্র" সরবরাহ করছে, যা তাদের দেশকে বিনাশ থেকে রক্ষা করার জন্য প্রয়োজন।

তিনি আরও বলেন, "রাশিয়ার কৌশলের পরিবর্তনের সাথে সাথে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন আরও জোরালো হওয়া উচিত।"

যুক্তরাজ্য বলেছে, তারা ইউক্রেনকে একাধিক-লঞ্চ রকেট সিস্টেম সরবরাহ করবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বিত পদক্ষেপে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

বেন ওয়ালেস বলেন, ইউক্রেনীয় সৈন্যদের ব্রিটেনে নতুন এই রকেট লঞ্চারগুলো কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে এবং পূর্বের ঘোষণা অনুযায়ী এরপর ইউক্রেনীয় কর্মীদের সাঁজোয়া যান ব্যবহার করার প্রশিক্ষণও দেয়া হবে। সূত্র- বিবিসি, আল জাজিরা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি