ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা এখন রাজনৈতিক যুদ্ধক্ষেত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ৬ জুন ২০২২

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে সংস্কৃতির লড়াইয়ে সামনের সারিতে রয়েছে বই, স্কুল এবং গ্রন্থাগার৷ কী পড়া হবে, কী শেখানো হবে এ নিয়ে রক্ষণশীলদের নেতৃত্বে শুরু হয়েছে আন্দোলন৷ দেশজুড়ে শুরু হয়েছে নানা ধরনের বই নিষিদ্ধের দাবি।

এক কালো বাক্স ভর্তি রঙিন বই নিয়ে নিজের রান্নাঘরে এসছেন রবিন স্টিনম্যান৷ সেখান থেকে কয়েকটি বের করলেন তিনি৷ কাগজ সেঁটে বইগুলোর কিছিু অংশ আলাদা করে চিহ্নিত করা রয়েছে৷ বইগুলোর মধ্যে রয়েছে ‘সি হর্স: দ্য শায়েস্ট পিশ ইন দ্য সি', সেপারেট ইজ নেভার ইকুয়াল: সিলভিয়া মেন্দেস অ্যান্ড হার ফ্যামিলিজ ফাইট ফর ডিসেগ্রেগেশন এবং স্টোরি অব রুবি ব্রিজেস৷

স্টিনম্যান মনে করেন, স্কুলের পড়াশোনায় কতটা গলদ রয়ে যাচ্ছে, এই পৃষ্ঠাগুলোই তার প্রমাণ৷

মামস ফর লিবার্টি নামে একটি সংগঠনের সভাপতি তিনি৷ এটি টেনেসি রাজ্যের উইলিয়ামসন কাউন্টিতে রক্ষণশীল বাবা-মায়েদের একটি সংগঠন৷ সন্তানদের পড়াশোনার বিষয়বস্তু নিয়ে বাবা-মায়ের কথা বলার অধিকার নিয়ে কাজ করে এই সংগঠন৷ পাবলিক স্কুলে কিছু বই যেভাবে পড়ানো হয়, এ নিয়ে আপত্তি তুলেছে সংগঠনটি৷

স্টিনম্যান বলেন, ‘‘স্কুল আমার সন্তানের ওপর কোনো আদর্শ চাপিয়ে দিতে পারে না৷ স্কুলে তাদের লিখতে এবং পড়তে শেখা, গণিত এবং বিজ্ঞান বোঝাতে হবে, যাতে তারা জীবনে উন্নতি করতে পারে৷ কিন্তু এই পাঠ্যসূচিতে একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করা হয়েছে, শিশুদের মধ্যে সেটি ছড়িয়ে দেয়া হচ্ছে৷

গত বছরের শেষদিকে মামস ফর লিবার্টি টেনেসি ডিপার্টমেন্ট অব এডুকেশনের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানায়৷ তাদের দাবি ‘বই এবং শিক্ষা উপকরণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অ্যামেরিকা বিরোধী, শ্বেতাঙ্গ বিরোধী এবং মেক্সিকান বিরোধী' এবং এসবের মাধ্যমে ‘পক্ষপাতমূলক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে যাতে শিশুরা নিজের দেশ, নিজেকে এবং একে অপরকে ঘৃণা করতে শিখছে'৷

এই অভিযোগ অবশ্য খারিজ হয়ে গেছে৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জুড়েই রক্ষণশীলরা এমন নানা আন্দোলন শুরু করেছেন৷ বিশেষ করে বর্ণবাদ, লিঙ্গ এবং যৌনতাকে যেভাবে পড়ানো হয়, এ নিয়ে তাদের ব্যাপক আপত্তি৷

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি