ইরানে ট্রেন দুর্ঘটনায় ১৭ জন নিহত
প্রকাশিত : ১৫:৫৯, ৮ জুন ২০২২
ইরানের মাশহাদ ও ইয়াজদের মধ্যবর্তী তাবাসের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির তাবাস শহর থেকে ইয়াজদে যাওয়ার পথে বুধবার ওই ট্রেনটি দুর্ঘটনায় পড়ে ১৭ জন নিহত হয়।
ন্যাশনাল রেসকিউ সার্ভিসের মুখপাত্র মোজতবা খালেদীর বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, এই ঘটনায় দশজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।
তিনি বলেন, ‘আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
ট্রেনটিতে ৩৪৮ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যাও বাড়তে পারে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
জরুরি সেবার একজন কর্মকর্তা জানিয়েছেন, রওনা হওয়ার পর ৫০ কিলোমিটার দূরে গিয়ে একটি এক্সকাভেটরের সঙ্গে ধাক্কা খায় ট্রেনটি। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
তাবাসের কাউন্টি গভর্নর আলী আকবর রহিমি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটির সাতটি বগির চারটিই লাইনচ্যুত হয়েছে।
এসি
আরও পড়ুন