ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

১২ লাখ টন গম রপ্তানির অনুমতি দিতে যাচ্ছে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ৯ জুন ২০২২

শিগগিরই ১২ লাখ টন গম রপ্তানির অনুমতি দিতে পারে ভারত। এর বড় অংশই যাবে বাংলাদেশে। বাকি গম পাঠানো হবে শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশে। সরকারি ও ব্যবসায়ীদের তথ্যের ভিত্তিতে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এ খবর। 

এতে বলা হয়, বর্ষা মৌসুমকে সামনে রেখে বিভিন্ন বন্দরে আটকা পড়া গমবাহী কার্গো খালি করতেই এ সিদ্ধান্ত নিচ্ছে ভারত সরকার।

গমের উৎপাদন কম হওয়ায় অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে গত ১৪ মে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। হঠাৎ করে নেয়া এ সিদ্ধান্তে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশ। যাদের অধিকাংশই ভারতীয় গমের ওপর নির্ভরশীল।

তবে এ সিদ্ধান্তে খোদ ভারত সরকারও অন্তত ১৭ লাখ টন গম নিয়ে উদ্বেগজনক অবস্থায় পড়ে। বিভিন্ন বন্দরে আটকা পড়ে আছে ওইসব গমবাহী কার্গো। 

এ অবস্থায় আর কিছুদিন পরই শুরু হচ্ছে বর্ষা মৌসুম। এতে নষ্ট হওয়ার শংকায় রয়েছে ওইসব বন্দরে পড়ে থাকা গম। 

এরই ফলশ্রুতিতে নিষেধাজ্ঞা জারির পরও গম রপ্তানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে মোদি সরকার।

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, আটকা পড়া ওইসব গমের বেশিরভাগই পাঠানো হবে বাংলাদেশে। তবে কেবলমাত্র যাদের কাছে বৈধ এলসি রয়েছে তাদেরকেই রাপ্তানির অনুমতি দেয়া হবে।

দেশটির ব্যবসায়ীরা জানান, এরপরও প্রয়োজনীয় অনুমতিপত্রের অভাবে বন্দরে আরও প্রায় পাঁচ লাখ টন গম পড়ে থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি