ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে কান দেননি জেলেনস্কি: বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ১১ জুন ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দিনে দিনে স্থায়ী রূপ নিচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধ বিশ্বকে করে দিয়েছে টালমাটাল। যুদ্ধ শুরুর পূর্ব থেকে বর্তমান সময় পর্যন্ত নানান বিষয়েই কথা বলেছে যুক্তরাষ্ট্র সরকার। তবে সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে জেলেনস্কিকে টার্গেট করে নতুন বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তায় তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে কান দেননি জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, “রাশিয়া কিয়েভ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এমন খবর ইউক্রেনকে অনেক আগেই জানিয়েছিল। কিন্তু সে সময় জেলেনস্কি শুনতে চাননি।”

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

লস অ্যাঞ্জেলসে ডেমোক্রেটিক ডোনারদের সঙ্গে এক অনুষ্ঠানে বাইডেন বলেন, “রাশিয়া আক্রমণ করবে তাতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু জেলেনস্কি এটা শুনতে চাননি।”

বাইডেন আরও জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ঘটনা আর ঘটেনি। অনেকে ভেবেছিলেন আমি সম্ভবত বাড়িয়ে বলছিলাম। কিন্তু আমাদের কাছে তথ্য ছিল রাশিয়ার প্রেসিডেন্ট আক্রমণ করতে যাচ্ছেন।   
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি