ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্ত সোনিয়া গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ১২ জুন ২০২২

Ekushey Television Ltd.

হাসপাতালে ভর্তি হয়েছেন কোভিডে আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বেশ কিছু দিন আগেই তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। তবে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন কংগ্রেসের সভানেত্রী।

রোববার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেসের নেতা রণদীপ সূর্যেওয়ালা। খবর আনন্দবাজারের

টুইট করে কংগ্রেস নেতা জানিয়েছেন, ‘কংগ্রেস সভানেত্রী সোনিয়াকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রোববারই তাকে ভর্তি করানো হয়। কোভিড সংক্রান্ত জটিলতা হয়েছে। তিনি আপাতত স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা হবে।’

সোনিয়ার কোভিড ছাড়াও অন্যান্য শারীরিক অসুস্থতা রয়েছে। কোভিড কালে চিকিৎসকরা কোমরবিডিটি বলে ব্যাখ্যা করছেন যে ধরনের অসুস্থতাকে, তা রয়েছে সোনিয়ারও। সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত সোনিয়ার সফল অস্ত্রোপচার হয় নিউ ইয়র্কের একটি ক্যান্সার হাসপাতালে। তার পরে কিছুটা সুস্থ হয়েছিলেন কংগ্রেসের সর্বময় নেত্রী।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি