ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ইউক্রেনে লড়াইয়ে সাবেক ব্রিটিশ সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ১৩ জুন ২০২২

ইউক্রেনের সিয়েভিয়ারোদোনেৎস্ক শহরের লড়াইয়ে সাবেক এক ব্রিটিশ সেনা নিহত হয়েছেন বলে তার পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছে।

এদিকে নিহত জর্ডান গ্যাটলিকে ‘সত্যিকারের বীর’ আখ্যায়িত করে তার প্রশংসা করেছেন ইউক্রেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

গ্যাটলির পরিবার জানিয়েছে, মার্চে তিনি ব্রিটিশ সেনাবাহিনী ত্যাগ করেন এবং রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের সাহায্য করার জন্য ইউক্রেনে যান।

তাকে গুলি করে হত্যা করা হয়েছে, শুক্রবার তারা এমন খবর পেয়েছেন বলে পরিবারটি জানিয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চলা বিস্তৃত যুদ্ধের কেন্দ্র হয়ে উঠেছে সিয়েভিয়ারোদোনেৎস্ক।  

এক ফেইসবুক পোস্টে গ্যাটলির পরিবার বলেছে, “তিনি তার কাজকে ভালোবাসতেন। আমরা তাকে নিয়ে অত্যন্ত গর্বিত। তিনি সত্যিকারের বীর, তিনি চিরকাল আমাদের আমাদের হৃদয়ে থাকবেন।”

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোইলাক গ্যাটলির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, বিশ্বাস রক্ষা করতে ভ্রমণ করে বাড়ি থেকে অনেক দূরে আসার জন্য অনেক সাহস দরকার।

“জর্ডান গ্যাটলি একজন সত্যিকারের বীর। ইউক্রেনকে রক্ষায় তার অবদান আমরা সব সময় স্মরণ করবো,” এক টুইটার পোস্টে বলেছেন পদোইলাক।  

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ইউক্রেনে মৃত্যু হওয়া এক ব্রিটিশ ব্যক্তির পরিবারকে আমরা সমর্থন দিচ্ছি।”

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি