ঢাকা, রবিবার   ০২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রুশ বাহিনী ৯ দিক থেকে আক্রমণের চেষ্টা করছে: ইউক্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ১৬ জুন ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের উত্তরে মূল হামলাকারী বাহিনীর সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। আর একই সঙ্গে নয় দিক দিয়ে তারা হামলার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় সামরিক বাহিনীর প্রধান।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি ঝালুজনি বলেন, লুহানস্ক অঞ্চলের জন্য তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এক অনলাইন বার্তায় তিনি বলেন, রুশ বাহিনী প্লেন, রকেট চালিত গ্রেনেড এবং গোলা ব্যবহার করছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। প্রতিবেশী দেশটিকে নিরস্ত্রীকরণ এবং নাৎসিমুক্ত করার কথা বলে ‘বিশেষ সামরিক অভিযানের’ নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির।

কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে রুশ বাহিনী লুহানস্ক ও ডনেস্ক অঞ্চল দখলের দিকে মনোনিবেশ করেছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি