মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ১২:০৩, ১৬ জুন ২০২২
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ লক্ষ্যমাত্রার সুদের হার শতকরা পয়েন্টে তিন-চতুর্থাংশ বাড়িয়েছে। দেশটির উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মূলত এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক গতি ধীর হবে ও বেকারত্বের সংখ্যা বাড়বে।
বুধবার (১৫ জুন) মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর ঘোষণা দেয়, যা ১৯৯৪ সালের পর সর্বোচ্চ। পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনো তেমন কোনো অগ্রগতি হয়নি।
এই পদক্ষেপের মাধ্যমে স্বল্পমেয়াদী ফেডারেল তহবিলের হারকে এক দশমিক পাঁচ শতাংশ থেকে এক দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নীতিনির্ধারকরা ধারণা করছেন যে, বছরের শেষ নাগাদ তাদের মূল হার তিন দশমিক ২৫ শতাংশ থেকে তিন দশমিক পাঁচ শতাংশের মধ্যে পৌঁছাবে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।
কেন্দ্রীয় ব্যাংকের নীতি-নির্ধারণকারী ফেডারেল ওপেন মার্কেট কমিটি ওয়াশিংটনে দুই দিনের বৈঠক শেষে এক বিবৃতিতে জানায়, মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। মহামারির কারণে সরবরাহ ও চাহিদায় এখনো ঘাটতি রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমিটি শক্ত প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
এসবি/
আরও পড়ুন