ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলা, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ১৭ জুন ২০২২

ঘটনাস্থলের একটি চিত্র

ঘটনাস্থলের একটি চিত্র

যুক্তরাষ্ট্রে কিছুতেই যেন থামছে না বন্দুক হামলার ঘটনা। টেক্সাস-শিকাগোর পর এবার আলবামা অঙ্গরাজ্যে একটি চার্চে বন্দুক হামলায় দুইজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের প্রথম ভাগে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

এদিন সন্ধ্যার পর ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেনস এপিস্কোপাল চার্চে এই বন্দুক হামলা চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। শহরের পুলিশ বিভাগ ফেসবুকে এ কথা জানায়।

চার্চটির ওয়েবসাইটে বলা হয়, গির্জায় নিয়মিত নৈশভোজের আয়োজনের সময় বন্দুকধারী এই হামলা চালায়। 

পুলিশের ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেন, বন্দুকধারী একাই চার্চে ঢুকে গুলি চালায়। গুলিতে তিনজন আহত হয়, এদের মধ্যে দুই জন মারা গেছে। আহত অপর ব্যক্তিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র সম্প্রতি বন্দুক সহিংসতার মহামারির মধ্যে রয়েছে। এর মধ্যে বড় হামলার ঘটনা ঘটেছে গত ২৪ মে টেক্সাসের উভালদে শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে। যে হামলায় ১৯ শিশু এবং ২ শিক্ষক নিহত হন।

বন্দুক সহিংসতা আর্কাইভ নামে একটি এনজিও জানায়, যুক্তরাষ্ট্রে বছরের শুরু থেকে এ পর্যন্ত আত্মহত্যাসহ বন্দুক হামলার ঘটনায় এ পর্যন্ত ২০ হাজারের বেশী লোক মারা গেছে। সূত্র- সিএনএন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি