উত্তর কোরিয়ায় ‘অজানা রোগে’ ছড়িয়ে পড়ছে আতঙ্ক
প্রকাশিত : ১৭:০৬, ১৭ জুন ২০২২
দেশের মানুষ যতই কঠিন পরিস্থিতিতে থাকুন না কেন, সাধারণত বাইরে আসে না উত্তর কোরিয়ার কোনও খবর। কিন্তু কিছু দিন আগেই কিম জং উন প্রশাসনের পক্ষ থেকে স্বীকার করা হয়েছিল দাবানলের মতো ছড়িয়ে পড়েছে কোভিড।
এবার কোভিড আতঙ্কের মধ্যেই প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে অজানা একটি পেটের রোগ।
উত্তর কোরিয়ার সরকারি প্রচারমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার পশ্চিম প্রান্তে অবস্থিত হায়েজু শহরে ছড়িয়ে পড়েছে একটি অজানা পেটের রোগ। এই ‘অ্যাকিউট এন্টেরিক এপিডেমিক’ নিয়ন্ত্রণে আনতে কিম ওই অঞ্চলে ওষুধ ও চিকিৎসকদের একটি বড় দল পাঠিয়েছেন বলেও জানিয়েছে উত্তর কোরিয়া সরকার।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কিম দ্রুত মহামারি সামাল দিতে কোয়ারেন্টাইন শুরু করার নির্দেশ দিয়েছেন। জোর দিয়েছেন বৈজ্ঞানিক পরীক্ষার উপরেও। নাম থেকে অন্ত্রের সমস্যা বলে মনে হলেও, রোগটি সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি পিয়ংইয়ং।
এমনিতেই কোভিড পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে উত্তর কোরিয়া, তার উপর এই নয়া মহামারীতে জনগণের সঙ্কট অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের।
এসি
আরও পড়ুন