ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জ্বালানি সংকট: শ্রীলঙ্কায় দুই সপ্তাহ অফিস ও স্কুল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ১৮ জুন ২০২২ | আপডেট: ১০:৩৯, ১৮ জুন ২০২২

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ দেশটির সরকারি অফিস এবং স্কুলগুলোকে দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। কারণ দেশটিতে ব্যাপকভাবে জ্বালানি সংকট দেখা দিয়েছে। যার কারণেই শুক্রবার এমন সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।

দেশটি তাদের আমদানিকৃত জ্বালানির অর্থ প্রদানের জন্য ডলারের অভাবে সরকারি যানবাহনের চলাচল প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় দেশটির সমস্ত বিভাগ, পাবলিক প্রতিষ্ঠান এবং স্থানীয় কাউন্সিলকে সোমবার থেকে পেট্রোল এবং ডিজেলের তীব্র ঘাটতির প্রতিক্রিয়া হিসাবে সীমিত পরিসরে যান চলাচলের নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, “গণপরিবহনের ঘাটতির পাশাপাশি ব্যক্তিগত যানবাহনে জ্বালানির ব্যবস্থা করতে না পারায় অফিসে কর্মী সংখ্যা ব্যাপকভাবে হ্রাস করার সিদ্ধান্ত হয়েছে।”

দেশটির শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা দিয়ে জানিয়েছে আগামী সোমবার থেকে দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকবে। বিদ্যুতের ব্যবস্থা থাকলে অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলেছে মন্ত্রণালয়।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি