ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মূল্যস্ফীতির বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান ইমরান খানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ১৮ জুন ২০২২ | আপডেট: ১১:৪৩, ১৮ জুন ২০২২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

মূল্যস্ফীতির বিরুদ্ধে প্রতিবাদে পাকিস্তানের নাগরিকদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান।

রোববার রাত ৯টায় দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি। 

সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি, শাহবাজ শরীফের সরকার অর্থনীতি সামলাতে অক্ষম হওয়ায় দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে। 

ভিডিও বার্তায় ইমরান খান বলেন, দেশের মানুষ যদি অলস বসে থাকে তাহলে সামনের দিনে মুদ্রাস্ফীতি আরও বাড়বে। এ কারণে ডাক্তার, প্রকৌশলীসহ সরকারি কর্মীদের রাজপথে নামার আহবান জানান তিনি। 

ইমরান খান বলেন, বর্তমান সরকার মাত্র ২০ দিনের মধ্যে পেট্রলের দাম বাড়িয়েছে ৮৫ রুপি। আর তার নেতৃত্বাধীন পিটিআই সরকারের প্রায় চার বছরের শাসনামলে দাম বাড়ানো হয় মাত্র ৫০ রুপি। 

তিনি সতর্ক করেন, এই মূল্যবৃদ্ধি সামনের দিনগুলোতেও চলতে থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি