ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

কাবুলে শিখ মন্দিরে বিস্ফোরণ, হতাহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ১৮ জুন ২০২২

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিখ মন্দিরে বোমা হামলার ঘটনায় অন্তত দুই জন নিহত এবং সাত জন আহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, হামলাকারীরা একটি গাড়িতে বিস্ফোরক বোঝাই করেছিল। কিন্তু এটি তার লক্ষ্যে পৌঁছানোর আগেই বিস্ফোরিত হয়।

ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

কাবুলের নিরাপত্তা বাহিনীর কমান্ডারের একজন মুখপাত্র বলেছেন, সেনারা এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে। ক্লিয়ারিং অপারেশনের সময় একজন শিখ উপাসক এবং একজন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।

স্থানীয় সম্প্রচারমাধ্যম টোলো নিউজের এক ভিডিও ফুটেজে ওই এলাকা থেকে তীব্র ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে।

গোরনাম সিং নামে মন্দিরের এক কর্মকর্তা বলেন, "মন্দিরের ভিতরে প্রায় ৩০ জন লোক ছিল। তবে আমরা জানি না তাদের মধ্যে কতজন জীবিত বা কতজন মৃত।"

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও গত কয়েক মাসে দেশটিতে বেশ কয়েকটি হামলা চালানোর দাবি করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি