ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সাইকেল থেকে পড়ে গেলেন জো বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ১৯ জুন ২০২২

শনিবার ডেলাওয়্যার রাজ্যে সমুদ্র সৈকতে স্বস্তির খোঁজে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বিধি বাম, সাইকেল চালাতে গিয়ে হঠাৎই পড়ে যান তিনি। ঘটনার পর অক্ষত আছেন বলে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন বাইডেন। এক প্রতিবেদনে খবরটি জানায় সংবাদ মাধ্যম সিএনএন।

হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেও চিকিৎসার প্রয়োজন হয়নি।

জানা গেছে, ফার্স্ট লেডি জিল বাইডেনকে সাথে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন জো বাইডেন। এ সময় সৈকতের একটি পার্কের কাছে দর্শকদের সাথে কথা বলার সময় সাইকেল থামান তিনি। কিন্তু নামার সময় তার পা প্যাডেলে আটকে গেলে হঠাৎ পড়ে যান বাইডেন।

সাইকেল থেকে পড়ে যাওয়ার সাথে সাথেই বাইডেনকে তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাহায্য করেন। তবে তিনি ভালো আছেন। আগামী নভেম্বরে ৮০ বছরে পা রাখতে যাচ্ছেন জো বাইডেন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি