ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভারতের সঙ্গে আছি: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ১৯ জুন ২০২২ | আপডেট: ১৯:২৩, ১৯ জুন ২০২২

নয়াদিল্লির সঙ্গে মস্কোর সম্পর্ক কয়েক দশকের পুরনো, যা এখনও অটুট রয়েছে। তবে দক্ষিণ এশিয়ার বড় দেশটির সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র। 

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে অবস্থান পরিষ্কার করেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস। 

তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমরা দেখেছি অনেক দেশই মস্কোর সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক রক্ষা করছে। ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক গড়ে উঠেছে কয়েক দশকে। আমরা দেখেছি অনেক দেশই মস্কোর সঙ্গে সম্পর্ক নতুন করে জোরদার করছে। এটা ধীরে ধীরে গড়ে তোলার একটা প্রক্রিয়া।”

নেড প্রাইস বলেন, “কিন্তু আমরা ভারতকে পরিষ্কারভাবে জানিয়েছি, আমরা তাদের সঙ্গে আছি এবং আমরা (সম্পর্ক) জোরদারে এতে আগ্রহী ও সক্ষমও বটে। আমরা সেটা করেও দেখিয়েছি।
“কিছুদিন আগে আমরা ভারতের সঙ্গে ২+২ (দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক) আলোচনা করেছি। এখন কোয়াড ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও ভারতকে সঙ্গে নিয়ে আই২ইউ২ জোটের আলোচনাতেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাব। “

এ বছরের প্রথমদিকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারত কৌশলগত স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে, যা দেশটিকে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে নিয়ে গেছে। কোয়াড সম্পৃক্ততায় ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের উন্নয়নের কারণে অনেকে মনে করেছিলেন এই যুদ্ধে রাশিয়ার বিপক্ষে গিয়ে ইউক্রেনের পক্ষ নেবে ভারত। 

তবে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক যে অল্প সময়ের মধ্যে ছিন্ন করা সম্ভব নয়, সেটা যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় সরাসরি স্বীকারও করেছে। 

সূত্র: এএনআই
এইচএস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি