ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিহারে বজ্রপাতে ১৭ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২০ জুন ২০২২

Ekushey Television Ltd.

ভারতের বিহার রাজ্যে প্রবল বৃষ্টি ও বজ্রপাতে একদিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে বিহারজুড়ে। আর সেই বজ্রপাতের পরেই আসে এই মর্মান্তিক খবর।

রাজ্যের ৮টি জেলায় এই প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

জানা গেছে, ভাগলপুরে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া বৈশালীতে তিন জন, খাগাড়িয়ায় দু’জন, বাঙ্কায় দু’জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে একজন করে মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

টুইটারে নীতীশ কুমার লিখেছেন, “মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিজনকে।”

একইসঙ্গে আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ জন্য সবাইকে আবহাওয়া অফিসের পূর্বাভাস মেনে চলার বার্তা দিয়েছেন তিনি।

আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, আগামী কয়েক দিন বিহারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সূত্র- আনন্দবাজার অনলাইন

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি