ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

১৬০ নারীকে অন্তঃসত্ত্বা করেও বাবা দিবসে নিঃসঙ্গ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ২০ জুন ২০২২

৫১ বছর বয়সি জো

৫১ বছর বয়সি জো

হাজার চেষ্টা করেও যে সব নারী মা হতে পারছেন না, তাদেরকে মাতৃত্বের স্বাদ পাইয়ে দেন যুক্তরাজ্যের বাসিন্দা জো। তাও আবার পাঁচ-দশজন নয়, দেড় শতাধিক নারীকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন তিনি। তবে ১৬০ সন্তানের পিতা হয়েও বাবা দিবসে নিঃসঙ্গ একাকী তিনি। 

৫১ বছর বয়সি জো-এর সঙ্গে দেখা করার মতো নেই কেউই। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর খবর দিয়েছে ডেইলি মিরর।

ব্রিটিশ এই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আইভিএফ, শুক্রাণু দান থেকে পুরোদস্তুর শারীরিক মিলন! একাধিক পদ্ধতিতে নারীদের মাতৃত্বের আকাঙ্ক্ষা পূরণ করেন জো। 

আর এই দাতব্য কাজের জন্য নেটমাধ্যমে যোগাযোগ করতে হয় তার সঙ্গে। এভাবেই এখনও পর্যন্ত অন্তত ২০০ জন নারী মা হওয়ার জন্য তার সাহায্য চেয়েছেন বলে দাবি জো-এর। 

নিজে যুক্তরাজ্যের বাসিন্দা হলেও যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইতালি, সিঙ্গাপুর, ফিলিপাইনের মতো দেশে গিয়েও সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

যার ফলে সারা পৃথিবীতে তার রয়েছে ১৬০ জন সন্তান। তবুও বাবা দিবসে কার্যত একাই সময় কাটাতে হচ্ছে জো-কে। 

এ নিয়ে ডেইলি মিররকে জো জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই জন্ম নেয়া সন্তানের কাছে গোপন রাখা হয় তার পরিচয়। তাই নিজের ঔরসজাত সন্তান হলেও তাদের সঙ্গে আলাপ করারও কোনো সুযোগ তার নেই বললেই চলে। আবার কেউ কেউ ফোন করলেও দেখা করার উপায় নেই। 

জো-এর আশা, অন্তত ১০ থেকে ১২ জন বাবা দিবসে ফোন করলেও করতে পারে। তবে দেখা করার মতো কেউ নেই!

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি