ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভেঙে যাচ্ছে পার্লামেন্ট, তিন বছরে ৫টি নির্বাচনের মুখে ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ২১ জুন ২০২২

সংখ্যাগরিষ্ঠতা হারানোসহ সম্প্রতি সপ্তাহগুলোতে বিভিন্ন আইন প্রণেতাদের বিদ্রোহের মুখোমুখি হওয়ায় আগামী সপ্তাহেই সংসদ ভেঙে দিতে বিল আনছে ইসরাইলের জোট সরকার। যার ফলে আবারও অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। আর যার মধ্যদিয়ে তিন বছরে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচনের সম্মুখীন হতে চলেছে দেশটি।

গনমাধ্যম সূত্রে জানা যায়, সর্বশেষ  জোট সরকারে ফাটল ধরায় এই পথে হাঁটছে বর্তমান সরকার। আগামী অক্টোবরে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

তবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচন অনুষ্ঠিত হবে তার জোটসঙ্গী ইয়ার লাপিদের অধীনে। কারণ, জোটের শর্ত অনুসারে, সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় লাপিদ প্রধানমন্ত্রী থাকবেন।

এদিকে জোট ভেঙে যাওয়ায় খানিকটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 
তিনি আশা ব্যক্ত করে জানিয়েছেন, আসছে নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরবেন তিনি।

সূত্রঃ বিবিসি
আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি