ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শরণার্থীদের কল্যাণে নোবেল বিক্রি করলেন মুরাতব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ২১ জুন ২০২২

Ekushey Television Ltd.

দিমিত্রি মুরাতব, রাশিয়ার স্বাধীনধারার সংবাদমাধ্যম ‘নোভায়া গ্যাজেটা’র প্রধান সম্পাদক। যিনি ২০২১ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবার তিনি তার অর্জিত নোবেল পদকটি বিক্রি করে দিয়েছেন।

জানা যায়, নিলামে ১০৩.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয় পদকটি এবং সেই সম্পূর্ণ প্রাপ্য অর্থ ইউক্রেনের শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হবে। যদিও পদকটি কে কিনেছেন তা এখনও প্রকাশ করা হয়নি। 

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এরপরই নোভায়া গ্যাজেটার কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

গণমাধ্যম সূত্রে জানা যায়,  ইউক্রেনে রাশিয়ার কার্যক্রমকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করলে শাস্তি পেতে হবে এমন ঘোষণার পর নোভায়া গ্যাজেটার কার্যক্রম বন্ধ রাখা হয়। কারণও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সরকারের কঠোর সমালোচক ছিলো মুরাতবের নোভায়া গ্যাজেটা সংবাদপত্র।

আরও জানা যায়, মুরাতবের নোবেল পুরস্কারের নিলাম যে কোনো নোবেল পদকের নিলামের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে নিলামে ৫ মিলিয়ন ডলারের নিচে বিক্রি হয় নোবেল। 
সূত্র: রয়টার্স
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি