ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

রাশিয়ার দখলে ইউক্রেনের সিভিয়েরোদনেৎস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ২১ জুন ২০২২

ইউক্রেনের সিভিয়েরোদনেৎস্ক শহরের শিল্পাঞ্চলে ঢুকে পড়েছে রাশিয়ার সেনা। অ্যাজট রাসয়নিক কারখানায় আটকে তিনশ বেসামরিক মানুষ। 

রোববার সিভিয়েরোদনেৎস্কের শহরতলি মেটিওলকিন দখল করেছিল রাশিয়ার সেনা। এরপর সোমবার তারা ঢুকে পড়ে মূল শহরে। পূর্ব ইউক্রেনের এই শহর শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত।

সিভিয়েরোদনেৎস্কের মেয়র সেরহি হারদাই জানিয়েছেন, শিল্পাঞ্চলের বড় অংশ এখন রাশিয়ার সেনার দখলে। তবে এখনো অ্যাজট রাসায়নিক কারখানা ইউক্রেনের সেনার হাতে আছে। কারখানার ভিতরে আশ্রয় নিয়েছিলেন অন্তত তিনশ বেসামরিক মানুষ। তারা সকলেই সেখানে আটকে পড়েছেন। তাদের ঘিরে রেখেছে ইউক্রেনের সেনা।

এর আগে মারিউপলের একটি কারখানায় ঠিক এভাবেই আটকে পড়েছিলেন বহু বেসামরিক ইউক্রেনীয়। দীর্ঘদিন ধরে সেই কারখানা ঘিরে লড়াই হয়েছিল।

শেষপর্যন্ত জাতিসংঘের হস্তক্ষেপে ওই কারখানা থেকে উদ্ধার করা হয় বেসামরিক মানুষদের। কারখানায় থাকা ইউক্রেনীয় সেনাদের বন্দি করেছে রাশিয়ার সেনা। সিভিয়েরোদনেৎস্কে মারিউপলের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি