ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শুক্রবার পর্যন্ত আসাম-মেঘালয়ে বৃষ্টির আভাস, ১৩১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ২১ জুন ২০২২

দিনে দিনেই নয়, বরং ক্ষণে ক্ষণে অবনতির পথে ভারতের আসাম-মেঘালয়ের বন্যা পরিস্থিতি। এখন পর্যন্ত আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে মোট ১৩১ জন মারা গেছে বন্যার কারণে।

সোমবার (২০ জুন) শুধুমাত্র আসামেই ১১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে আসামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেদেশের কেন্দ্র সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের বার্তা দেওয়া হয়েছে বন্যা কবলিত রাজ্যগুলোকে।

এ সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করতে একটি আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় প্রতিনিধিদল আসাম ও মেঘালয়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবে।”

ইতোমধ্যেই আসাম রাজ্যের ৩০ জেলায় অন্তত ৪২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গত ১৬ জুন ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্য অনুযায়ী, মেঘালয়ে গত সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ১৭২ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া আসামে ১০০ শতাংশ বেশি এবং অরুণাচল প্রদেশে স্বাভাবিকের চেয়ে ২৮ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) গুয়াহাটি অফিস সোমবার ওই অঞ্চলের সাতটি রাজ্যের জন্য নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

তাদের প্রতিবেদন অনুসারে, শুক্রবার পর্যন্ত আসাম, মেঘালয়, অরুণাচলপ্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এবং ত্রিপুরার এলাকায় বজ্রঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। 

এদিকে এই সতর্কতার পরে দেশের সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা জোরদার হচ্ছে। 

সূত্রঃ হিন্দুস্থান টাইমস
আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি