ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় আরও ২ হাজার ৯৩ জন আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ২১ জুন ২০২২

মালয়েশিয়ায় সোমবার মধ্যরাত পর্যন্ত নতুন করে দুই হাজার ৯৩ জন কোভিড আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৪২ হাজার ৭০৫ এ।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

সূত্র মতে, করোনা সংক্রমণে আরো তিনজন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৩৫ এ।

মন্ত্রণালয় বলছে, আরো দুই হাজার ৮২ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৮১ হাজার ১৮ জনে। বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে ২৫ হাজার ৯৫২ জন। এদের মধ্যে ২৩ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছে।  

মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৮৫.৮ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ পেয়েছে। দুটি ডোজ পেয়েছে ৮৩.৩ শতাংশ এবং ৪৯.৪ শতাংশ বুষ্টার ডোজ নিয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি