ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থী আদিবাসী নেত্রী মুর্মু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ২২ জুন ২০২২

শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বর্তমানে সরকারে থাকা দল বিজেপি। এই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিসহ তাদের জোট সরকার এনডিএ এর প্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু।

তিনি একজন আদিবাসী নেত্রী। তাছাড়া তিনি ওড়িশা রাজ্যের প্রাক্তন বিজেপি নেত্রীসহ ছিলেন সে রাজ্যের প্রাক্তন মন্ত্রীও। আর পরবর্তী সময়ে নরেন্দ্র মোদী সরকারের আমলে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও মনোনীত হয়েছিলেন তিনি।

মঙ্গলবার (২১ জুন) এই মনোনয়ন ঘোষণা করেন দলটি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

এ বিষয়ে নাড্ডা বলেন, “এনডিএ শরিকদের সঙ্গে আলোচনায় সম্ভাব্য প্রার্থী হিসেবে ২০ জনের নাম এসেছিল। শেষ পর্যন্ত সর্বসম্মত ভাবে দ্রৌপদী মুর্মুর নাম চূড়ান্ত হয়েছে।”

এ বারের ভারতের রাষ্ট্রপতি ভোটের অঙ্ক বলছে, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন আদিবাসী নেত্রী দ্রৌপদী। কারণ, ভোটমূল্যের প্রাথমিক হিসাবে কংগ্রেস-তৃণমূল-বাম-সহ ১৮টি বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় বেশ কিছুটা এগিয়ে রয়েছেন তিনি।

এর আগে ২০১৭ সালে দলিত মুখ হিসাবে রামনাথ কোবিন্দকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছিল এনডিএ। এবার তারা প্রেসিডেন্ট পদপ্রার্থী করল এক আদিবাসী নারীকে।

প্রসঙ্গত, ভারতের নির্বাচন কমিশনের তথ্য মতে, দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। এরপর ২১ জুলাই ভোট গণনা হবে এবং আগামী ২৫ জুলাই শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি