ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সবাই নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ২৩ জুন ২০২২

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২২ জুন) সন্ধ্যায় স্টেটটির লগান কাউন্টিতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, ‘বেল ইউএইচ-১বি’ মডেলের ওই হেলিকপ্টারে ৬ জন আরোহী ছিলেন। যাদের সবাই প্রাণ হারিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে লগানের জরুরি অ্যাম্বুলেন্স অথরিটির অপারেশন চিফ রে ব্রায়ান্ট সংবাদ সম্মেলনে বলেন, 'হেলিকপ্টারে থাকা সবাই মারা গেছেন'।

জানা গেছে, হেলিকপ্টারটি বিনোদন ভ্রমণের জন্য ব্যবহার করা হতো। তবে এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লোগান কাউন্টি অফিস অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ডেপুটি ডিরেক্টর সোনিয়া পোর্টার বলেন, ব্লেয়ার মাউন্টেনের কাছে ১৭ নম্বর রুটে হেলিকপ্টারটি নেমে আসে। তবে দুর্ঘটনাটি ঠিক কি কারণে ঘটেছে, তা তিনি নিশ্চিত করেননি।

সোনিয়া পোর্টার বলেন, "যে সময় দুর্ঘটনাটি ঘটেছিল, আমি মনে করি আবহাওয়া পরিষ্কার ছিল।"

এদিকে, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে টুইটবার্তায় ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস বলেন, মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি