ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাশিয়ায় কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২৪ জুন ২০২২

রাশিয়ায় একটি কার্গো বিমান অবতরণের সময় দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার সকালে রাশিয়ার রিয়াজান শহরের কাছে এই ঘটনা ঘটে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অন্যদিকে রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স একটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সকালে রাশিয়ান শহর রিয়াজানের কাছে অবতরণের সময় ইল্যুশিন আইএল-৭৬ মডেলের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয় এবং এরপরই এটিতে আগুন ধরে যায়।

প্রতিবেদনে আরও জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ওই প্লেনটিতে মোট ৯ জন আরোহী ছিলেন এবং তাদের মধ্যে তিন জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় বাকি ৬ জন আহত হয়েছেন।

তবে বিধ্বস্ত ওই প্লেনটি কোন সংস্থা পরিচালনা করেছিলো তা স্পষ্ট নয় বলেও জানানো হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি