ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অসলোয় নাইটক্লাবে গোলাগুলি, নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ২৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

নরওয়ের রাজধানী অসলোর কেন্দ্রস্থলে একটি নাইটক্লাবের কাছে গোলাগুলিতে দুই জন নিহত এবং আরো কয়েকজন গুরুতর আহত হয়েছে। দেশটির পুলিশ শনিবার এ কথা জানিয়েছে।

অসলো পুলিশ জানায়, গোলাগুলিতে দু’জন নিশ্চিত প্রাণ হারিয়েছেন। আরো কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন এবং এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অসলোর কেন্দ্রস্থলে লন্ডন পাব গে ক্লাবের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে।

দেশটির এনআরকে রেডিও পুলিশ কর্মকর্তা টোরে বার্সটাডের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মোট ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা মারাত্মক।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি