ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘদিন পর দেশের বাইরে পা রাখছেন পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ২৭ জুন ২০২২

ভ্লাদিমির পুতিন

ভ্লাদিমির পুতিন

Ekushey Television Ltd.

ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে দেশের বাইরে পা রাখেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার দীর্ঘ ৪ মাস পর প্রথমবারের মত বিদেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের অন্যতম ক্ষমতাশালী এই নেতা। চলতি সপ্তাহেই দুটি দেশ সফর করার কথা আছে বলে খবর দিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন রশিয়া ওয়ান জানাচ্ছে, প্রেসিডেন্ট পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়া তাজিকিস্তান ও তুর্কিমিনিস্তান সফরে যাচ্ছেন। 

এসময় পুতিন তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির দীর্ঘদিনের শাসক এবং রাশিয়ার ঘনিষ্ট মিত্র প্রেসিডেন্ট ইমোমালি রাখমোনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

অন্যদিকে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে কাস্পিয়ান অঞ্চলের দেশগুলোর এক সম্মেলনে আজারবাইজান, কাজাখস্তান, ইরান এবং তুর্কমেনিস্তানের নেতাদের সঙ্গে যোগ দেবেন পুতিন।

এই সফর থেকে ফিরে মস্কোয় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন এর আগে সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে চীন সফর করেন। এসময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার সঙ্গে সম্পর্কের ব্যাপারে ‘নো লিমিটস’ থিওরির কথা জানিয়েছিলেন। সূত্র- রয়টার্স।

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি