ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত নাগরিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২৮ জুন ২০২২

Ekushey Television Ltd.

একের পর এক বন্দুক যুদ্ধে একপ্রকার অস্থির যুক্তরাষ্ট্র। এবার দেশটির নিউ ইয়র্ক স্টেটের কুইনস সিটিতে দুস্কৃতকারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। আর এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের বৃহৎ শক্তিবলয়ে ফাটল ধরার আভাস দেয়।

জানা গেছে, শনিবার বিকেলে সতনাম সিং ( ৩১ ) নামের ভারতীয় বংশোদ্ভূত সেই নাগরিক  দক্ষিণ ওজোন পার্কে পার্ক করা একটি কালো গাড়ির পিছনে বসে ছিলেন। সেই সময় একজন বন্দুকধারী কাছে এসে তাকে গুলি করতে শুরু করে। 

গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই ব্যক্তিকে লক্ষ্য করে বন্দুকধারী অনেক গুলো গুলি চালায়। নিহতের শরীরে একাধিক গুলি বিদ্ধ হয়। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। 

সম্প্রতি আমেরিকায় বন্দুক অস্ত্র আইনে পরিবর্তন এনেছিল। তারপরও এতে সমাধান পাচ্ছে না দেশটি। প্রায় প্রতি সপ্তাহেই ঘটছে এই ধরনের অঘটনা।

সূত্রঃ এনডিটিভি
আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি