ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কানাডায় ব্যাংক ডাকাতি: সন্দেহভাজন ২ জন নিহত, আহত ৬ কর্মকর্তা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২৯ জুন ২০২২ | আপডেট: ১৬:১৫, ২৯ জুন ২০২২

কানাডার পশ্চিমাঞ্চলে ব্যাংক ডাকাতিকালে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় ছয় কর্মকর্তা আহত হয়েছেন। তবে সন্দেহভাজন তৃতীয় ডাকাত নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ কলম্বিয়ার রাজধানী ভিক্টোরিয়ার বাইরের সানিচে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টার দিকে সশস্ত্র দুই ব্যক্তি ব্যাংকে প্রবেশ করে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে উপস্থিত কর্মকর্তাদের প্রতিরোধের মুখে পড়ে। একপর্যায়ে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয়।

তবে ব্যাংক কিংবা জনতা তাদের কারো মধ্য থেকে কেউ হতাহত হয়নি। 

এদিকে সন্দেহভাজনদের গাড়িতে বিস্ফোরক ডিভাইস পাওয়া যাওয়ায় তা ব্যাংক ভবনের আশেপাশেও থাকতে পারে, এই আশংকায় ভবনটি খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

এ ঘটনা জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: রয়টার্স
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি