ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ওডেসায় রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১ জুলাই ২০২২

হামলার পরের চিত্র

হামলার পরের চিত্র

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসার দুটি বহুতল ভবনে রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শুক্রবার ভোরে চালানো এই হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক এক কর্মকর্তা। 

কৃষ্ণ সাগরের কৌশলগত ফাঁড়ি স্নেক আইল্যান্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করার একদিন পর এই হামলা চালানো হল। যাতে আরও ৩৩ জনা আহত হন। বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা এ খবর দিয়েছে।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে আবাসিক ভবনে রাতের হামলায় ছয় জন নিহতের কথা বলা হয়। নিহতদের মধ্যে তিন শিশুও ছিল।

ওডেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক টেলিগ্রামে বলেছেন, বহুতল আবাসিক ভবনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

স্নেক আইল্যান্ড থেকে রুশ সেনা প্রত্যাহার করা হলেও পূর্বাঞ্চলীয় লিসিচানস্কে রাশিয়ার পরাক্রমশীল অস্ত্রের সঙ্গে মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। 

আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই বলেন, বিভিন্ন দিক থেকে রুশ কামানের গোলাবর্ষণ চলছে এবং তারা বিভিন্ন পাশ থেকে শহরের দিকে এগোচ্ছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি