ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাইজেরিয়ায় সেনা অভিযানে ৮২ সন্ত্রাসী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১ জুলাই ২০২২

নাইজেরিয়ার জামফারা রাজ্যে একটি সন্ত্রাসী গ্যাংকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৮২ জন গ্যাং সদস্যের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র বার্নার্ড ওনিউকো বলেছেন, বাকুরা অঞ্চলে গ্যাং এলিমেন্টকে লক্ষ্য করে "অপারেশন হাদিন কাই" নামে অভিহিত বিমান বাহিনীর এই অভিযানটি পরিচালিত হয়ে এবং এতে ৮২ জন সশস্ত্র গ্যাং সদস্য নিহত হয়েছে।

এছাড়াও আহত অবস্থায় বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

ফুলানিস এবং অন্যান্য কিছু উপজাতি একে অপরকে লক্ষ্যবস্তুতে পরিণত করায় গত পাঁচ বছর ধরে রাজ্যটি সহিংসতার মারণ ছোবলে বিধ্বস্ত হয়েছে। নিরাপত্তার কারণে সেখানে খনি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি