ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

একাধিক ইস্যুতে পুতিন-মোদির ফোনালাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ২ জুলাই ২০২২ | আপডেট: ০৯:০০, ২ জুলাই ২০২২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি’র পুতিনের সঙ্গে। উভয়ের মধ্যে শুক্রবার একাধিক ইস্যুতে ফোনে আলাপ হয়েছে। 

পুতিন ২০২১ সালের ডিসেম্বর মাসে ভারত সফরে এসেছিলেন। সেই সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত কতদূর বাস্তবে প্রয়োগ করা হয়েছে সেব্যাপারেই পর্যালোচনা করেন দুপক্ষ।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা এ তথ্য জানিয়েছে।

মূলত কৃষিজ সামগ্রী, সার, ও ফার্মা সামগ্রীর দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও কথাবার্তা বলেন দুই নেতা। এই আলোচনায় ইউক্রেনের বর্তমান পরিস্থিতির নিয়ে কথা হয়। এছাড়া নরেন্দ্র মোদি গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের অবস্থানের তুলে ধরেন।

পুতিনের ভারত সফরে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল, সেসব সিদ্ধান্ত কতদূর বাস্তবায়ন হয়েছে সেই ব্যাপারেই পর্যালোচনা করেন তারা।

দুই নেতা বৈশ্বিক ইস্যুগুলো ও আন্তর্জাতিক জ্বালানি এবং খাদ্যের বিষয়টি নিয়েও আলোচনা করেছেন।

আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক ইস্যুতে নিয়মিত মত বিনিময়ের ব্যাপারেও দুপক্ষই মতামত জানিয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি