ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানে ৩ মাসে ৪ বার বাড়লো জ্বালানি তেলের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানে যেমন হৈ চৈ ফেলেছে, ঠিক ততটাই তুলকালাম সৃষ্টি করেছে জিনিসপত্রের দাম বৃদ্ধিতে। শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসবার পর থেকে ৩ মাসে ৪র্থ বারের মত বৃদ্ধি পেয়েছে তেলের দাম। পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম নতুন মূল্য অনুযায়ী লিটারপ্রতি ১৪ থেকে ১৮ রুপি বেশি গুনতে হচ্ছে সেদেশের জনসাধারণকে।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই থেকে পেট্রোলের দাম লিটারপ্রতি ১৪ রুপি ৮৫ পয়সা বেড়ে ২৪৮ রুপি ৭৪ পয়সা হয়েছে। অন্যদিকে, হাই স্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ২৭৬ রুপি ৫৪ পয়সা, বাড়ানো হয়েছে ১৩ রুপি ২৩ পয়সা। কেরোসিনের দাম সর্বোচ্চ ১৮ রুপি ৮৩ পয়সা বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ২৩০ রুপি ২৬ পয়সায়। 

এ নিয়ে গত এপ্রিলের পর থেকে চার বার দাম বাড়ানো হলো। প্রথম বার গত ২৬ মে পেট্রোলের দাম এক লাফে ৩০ রুপি বাড়ানো হয়। এর এক সপ্তাহ যেতে না যেতেই গত ২ জুন বাড়ানো হয় আরো ৩০ রুপি। এরপর গত ১৫ জুন লিটারপ্রতি ২৪ রুপি বাড়ে পেট্রোলের দাম। আর এবার বাড়ল আরো প্রায় ১৫ রুপি।

অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিগত সরকারের নেওয়া বেশ কিছু কর্মসূচি তারা আবার শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তাই তাদেরও বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে।

অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, “ইমরান খানের সরকার প্রতি মাসে পেট্রো পণ্যের দাম লিটারপ্রতি চার রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে এ খাতে ভর্তুকি দেয়। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো চাপের মুখে পড়ে।”
সূত্র: জিও টিভি
আরএমএ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি