ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রুশ সীমান্তে বিস্ফোরণ, ৩ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ৩ জুলাই ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

ইউক্রেন সীমান্তবর্তী রুশ নগরী বেলগরোদে একের পর এক শক্তিশালী বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। ওই অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ রোববার এ খবর জানান।

তিনি বলেন, আমরা পরিস্থিতি জানার চেষ্টা করছি। 

টেলিগ্রামকে তিনি আরো বলেন, বিস্ফোরণে ১১টি আবাসিক ভবন ও ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর লিসিচানস্ক এখন প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে। রাশিয়া এবং ইউক্রেন দু’পক্ষই দাবি করছে শহরটি তাদের দখলে রয়েছে। ইউক্রেন বলছে, তারা সেখানে রাশিয়ার পক্ষ থেকে ব্যাপক হামলার শিকার হচ্ছে কিন্তু জোর দিয়ে বলছে যে শহরটি তাদের দখলেই রয়েছে।

যদিও রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা বলছে তারা সফলভাবে শহরে প্রবেশ করেছে এবং কেন্দ্রে পৌঁছে গেছে।

রাশিয়ার গণমাধ্যমে ভিডিও প্রচার করা হয়েছে যাতে দেখা যাচ্ছে শহরের কেন্দ্রে বিচ্ছিন্নতাবাদী অথবা রাশিয়ান সেনারা কুচকাওয়াজ করছে।

রাশিয়ার বিভিন্ন সূত্র থেকে টুইটারে ভিডিও প্রকাশ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে শহরটির ধ্বংসপ্রাপ্ত প্রশাসনিক ভবনে রুশ পতাকা উড়ছে। তবে তা নিরপেক্ষ কোন সূত্র দ্বারা যাচাই করা সম্ভব হয়নি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি