ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতে স্কুলবাস খাদে পড়ে ১৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ৪ জুলাই ২০২২

ভারতের হিমাচল রাজ্যে একটি স্কুলবাস খাদে পড়ে কয়েক জন স্কুল ছাত্রসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার (৪ জুলাই) হিমাচল প্রদেশের কুলুতে এই ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এ বিষয়ে কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা আরও জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন ছাত্র ছিল। ভারতের সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। সূত্র: আনন্দবাজার

আরএমএ/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি