নতুন স্বাস্থ্য ও অর্থমন্ত্রী পেল যুক্তরাজ্য
প্রকাশিত : ১৫:৪৩, ৬ জুলাই ২০২২
যুক্তরাজ্যে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্টিভ বার্কলে ও অর্থমন্ত্রী হিসেবে নাদিম জাহাভি নিয়োগ পেয়েছেন।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
গত মঙ্গলবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই পদ থেকে পদত্যাগ করেন সাজিদ জাভিদ ও ঋষি সুনাক। এরপরই তড়িঘড়ি নতুন নিয়োগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
এদিকে বিদায়ী দুই মন্ত্রী সরে দাঁড়ানোর পেছনে বরিসের নেতৃত্বের দুর্বলতাকে দায়ী করেছেন। এর আগে শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন নবনিযুক্ত অর্থমন্ত্রী নাদিম। ভ্যাকসিন মন্ত্রী হিসেবেও ব্যাপক সুনাম কুড়িয়েছেন ইরাকি বংশোদ্ভুত এই রাজনীতিবিদ।
২০২১ এর জুলাইয়ে স্বাস্থ্যমন্ত্রী পদে নিয়োগ পান পাকিস্তানি বংশোদ্ভুত সাজিদ জাভিদ। এর আগে সামলেছেন অর্থ মন্ত্রণালয়ও।
দু’জনের এ পদত্যাগের মধ্য দিয়ে কনজারভেটিভ পার্টির দলীয় কোন্দল আরও স্পষ্ট হলো। চাপের মুখে দলীয় নেতৃত্ব থেকে বরিস জনসন সরে দাঁড়াতে বাধ্য হলে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন ঋষি ও সাজিদ।
এসএ/
আরও পড়ুন