ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কে হচ্ছেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ৭ জুলাই ২০২২

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে প্রধানমন্ত্রী হিসেবে শেষ বক্তৃতা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জানালেন, প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে তার কনজারভেটিভ পার্টি যত দিন না নতুন নেতা নির্বাচিত করছে, ততদিন তিনিই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবেই থাকতে চান বলেও জানিয়েছেন বরিস।

নিজের ভাষণে বরিস বলেন, ‘এটা এখন আমার কাছে স্পষ্ট যে, আমার এমপিরা আমাকে দল বা দেশের নেতা হিসেবে দেখতে চান না।’

বরিস জানান, প্রধানমন্ত্রী পদে থেকে যা যা কাজ করতে পেরেছেন সে জন্য তিনি গর্বিত। ব্রেক্সিট’কেই নিজের সফল কাজ হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, অতিমারির সময় সরকার চালানো এবং রাশিয়ার ইউক্রেন হামলার পরবর্তী পরিস্থিতি সামলানোও অনেক কঠিন ছিল।

প্রসঙ্গত, বরিস জনসনকে যে সরে যেতে হবে, তা ক্রমশ স্পষ্ট হয় গত কয়েক দিনে সরকারের বিভিন্ন স্তরের মন্ত্রী ও কর্মকর্তাদের লাগাতার ইস্তফার পর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, অর্থমন্ত্রী ঋষি সুনকের ইস্তফার পর যাকে সেই পদে বসানো হয়, তিনিও বরিসের ইস্তফার দাবি করতে থাকেন। 

সরকারের বিভিন্ন স্তরের মন্ত্রী ও কর্মকর্তা মিলিয়ে প্রায় ৫০ জনের ইস্তফার পর শেষ পর্যন্ত পদত্যাগে সম্মত হন বরিস জনসন। তার পরেই ১০ নং ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অস্থায়ী পোডিয়ামে নিজের সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এদিকে, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন- সেটা এখনই জানা যাচ্ছে না। তবে এই দৌড়ে আছে বেশ কয়েক জনের নাম। তাদের মধ্যে অন্যতম হলেন, সদ্য প্রাক্তন অর্থমন্ত্রী তথা ভারতীয় তথ্যপ্রযুক্তি বহুজাতিক ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনক, প্রাক্তন লেভেলিং আপ সেক্রেটারি মাইকেল গোভ, আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী পেনি মোরডন্ট, প্রাক্তন বিদেশমন্ত্রী লিজ ট্রুস, ফরেন অ্যাফেয়ার্স চেয়ার টম টুগেনঢাট, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস, বর্তমান অর্থমন্ত্রী নাধিন জাহাউয়ি। 

এছাড়াও প্রাক্তন মন্ত্রী জেরেমি হান্ট ও সাজিদ জাভিদ- দু’জনেই আগেরবার কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে ছিলেন। তাই এবারও এই দৌড়ে থাকতে পারেন তারা। সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি