শেখ হাসিনাকে মোদীর ঈদ শুভেচ্ছা বার্তা
প্রকাশিত : ১৩:২১, ১০ জুলাই ২০২২
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুভেচ্ছা বার্তায় মোদী বলেন, আমাদের জনগণের উন্নতির সঙ্গে সঙ্গে, এই উৎসব আমাদের ত্যাগ ও ভাগ করে নেওয়ার গুণাবলীর কথা স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে আমাদের সমাজের কম ভাগ্যবান জনগণের সঙ্গে, যারা আমার ও আপনার সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারত্বকে আরও জোরদার করার জন্য আমাদের ভাগ করা অঙ্গীকার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলো মধ্যে একটি।
যার মাধ্যমে আমরা ক্রমবর্ধমান কঠিন ও চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিবেশ সত্ত্বেও আমাদের নাগরিকদের জন্য অন্তর্ভুক্তিকরণ প্রবৃদ্ধি চালিয়ে যেতে পারি।
শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দিল্লির বৈঠকে এসব বিষয় ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য মোদীর অপেক্ষার কথাও জানানো হয় শুভেচ্ছা বার্তায়।
এসবি/
আরও পড়ুন